বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ নিচু এলাকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাকুলিয়াসহ বিস্তীর্ণ নিচু এলাকা।
নিম্নচাপের প্রভাবে গতকাল সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয় চট্টগ্রামে। টানা বৃষ্টিপাত ও জোয়ার থাকায় নগরীর বৃষ্টির পানি নামতে পারেনি। ফলে তৈরী হয় জলাবদ্ধতা। এ সময় প্লাবিত হয় নগরীর নিচু এলাকাগুলো। বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পরায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। কাজের উদ্দেশ্যে বেরিয়ে নগরবাসী আটকে পড়েন বিভিন্ন এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে নেয়া বিভিন্ন প্রকল্পে ধীরগতির কারণেই এমন দুর্ভোগ। মুক্তি পাচ্ছে না চট্টগ্রামবাসী।