বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ ঘোষণার কথা রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় আজ ঘোষণার কথা রয়েছে। ২৮ নভেম্বর রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে আজকে তারিখ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। আদালতে আনা হয়েছে ২২ আসামীকে।
মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় আসামিদের আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আলোচিত এ হত্যা মামলার সব আসামির ফাঁসি চায় আবরারের পরিবার। দুই বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।















