বুয়েটে চলমান আন্দোলনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
ছাত্ররাজনীতি বন্ধের নামে বুয়েটে মৌলবাদ ও জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়মী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বুয়েটে চলমান আন্দোলনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, যে কোনো অপকর্ম, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন শেখ হাসিনা। বিশ্বজিৎ এবং বুয়েটে আবরার হত্যার বিচার হয়েছে উল্লেখ করে সেদিন যা ঘটেছিলো তা অরাজনৈতিক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া উপজেলা নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু
হবে।