বুদ্ধিজীবী ঘাতকদের বিচার দাবি শহীদ পরিবারসহ সব শ্রেণী-পেশার মানুষের
- আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বুদ্ধিজীবী হত্যার বিচারসহ একাত্তুরের শহীদদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও সব শ্রেণী-পেশার মানুষ। সকালে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে এ দাবি জানান তারা। এদিকে আগামী ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতা ও তাদের সাথে রাজনীতি করার কারণেই সাহস দেখাতে পারছে স্বাধীনতা বিরোধী অপশক্তি।
শীতের কুয়াশা উপেক্ষা করেই রায়ের বাজার বধ্যভুমিতে ঢল নামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। শ্রদ্ধা নিবেদন চলে একটানা দুপুর পর্যন্ত।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় বুদ্ধিজীবী দিবসে নিজেদের অনুভুতি ও প্রত্যাশার কথা জানান অনেকে।
রাজনীতিবিদদের পাশাপাশি উদীচীসহ বিভিন্ন সংস্কৃতিকর্মীরাও কথা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে।
রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন একটি অশনি সংকেত।
শ্রদ্ধা জানাতে এসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করছে বিএনপি। আর ভাস্কর্য নিয়ে মৌলবাদীদের অপব্যাখ্যার সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।



















