বীরের বেশে কুড়িগ্রামে শাহীন আলম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বীরের বেশে জন্মভূমি কুড়িগ্রামে ফিরেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আরেক নক্ষত্র শাহীন আলম।
দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে পা রাখলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরন করে নেয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থা সহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান। পরে মোটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে উপস্থিত হয় জন্মভুমি পাইক পাড়া গ্রামে। এ সময় পথে পথে জানানো হয় শুভেচ্ছা।