বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
দুপুর ১২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি। এসময় তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, নবম পদাতিক ডিভিশনের জিওসি শাহিনুল হকসহ অন্যরা। এসময় তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে তিনি একটি অশোক গাছের চারা রোপন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে, ১২টা ৫০মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। পুরো স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা এসময় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

 
																			 
																		






















