বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার রাতে স্টেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ঢাকা টু কক্সবাজার পর্যন্ত রেল চালু হলে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত টিকিটের ব্যবস্থা করা হবে। আগামি বছরে পঞ্চগড় টু বাংলাবান্ধা পর্যন্ত রেলের সুফল পাবে স্থানীয়রা। এ সময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইফসুফ আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।