বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার অভাবের কারণে চিকিৎসা করাতে পারছেন না

- আপডেট সময় : ০২:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার অভাবের কারণে চিকিৎসা করাতে পারছেন না। শরীর জুড়ে ভর করেছে নানা রোগ। কাঁধে রাইফেল নিয়ে মুক্তিযুদ্ধের সময় তিনি দাপিয়ে বেড়িয়েছেন রণাঙ্গন। এখন অন্যের কাঁধে ভর করে চলাফেরা করেন। বিজয়ের মাসে সুচিকিৎসার দাবি জানিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধার পরিবার।
নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার। ৭৩ বছর বয়সী এই যোদ্ধার স্ত্রী, চার ছেলে ও দুটি মেয়ে রয়েছে। নয় শতক জমিতে বাড়ি ছাড়া আর কিছুই নেই তার। মাসিক ১২ হাজার টাকা ভাতা দিয়েই চলে সংসার।
বয়স বাড়ার সাথে সাথে রোগব্যাধি বাসা বেঁধেছে শরীরে।চিকিৎসার জন্য প্রায়ই যশোর ও খুলনায় যেতে হয় তাকে। সামান্য ভাতার টাকায় সংসারের খরচ মিটিয়ে চিকিৎসার ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দু’লাখ টাকা ঋন নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
সন্তানরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। দুই ছেলে ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এক ছেলে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আবেদন করেও কোনো চাকরি পায়নি। ছোট ছেলে এখনও শিক্ষার্থী। বিশেষ বিবেচনায় চাকরির দাবি জানান তারা।
আব্দুস শুকুরের উন্নত চিকিৎসা ও তার সন্তানদের চাকরির দাবি জানান, সহযোদ্ধারা। বিশেষ অনুদানের পাশাপাশি স্থানীয়ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মহান এই বীরের চিকিৎসা ও অসহায় পরিবারের পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে বলে আশা করে এলাকাবাসী।