সারা দেশে বিস্তৃত রেল নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
যারা চোখ থাকতেও সরকারের উন্নয়ন দেখে না তাদের চোখের চিকিৎসা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দল ধ্বংস ছাড়া সৃষ্টি জানেনা, মন্তব্য করে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে দেশবাসীকে সজাগ থাকার পরামর্শ দেন। ২০০১ গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে না দিতে রাজি না হওয়ার কারণেই ২০০১ এ নির্বাচনে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ। বিগত সরকারগুলোর সময় রেল সবচেয়ে অবহেলিত খাত ছিলে বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে বিস্তৃত রেল নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে সরকার। পরে দোহাজারী কক্সবাজার রেল সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।