বিসিবি’র পরিচালনা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড….বিসিবি’র পরিচালনা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট দেবেন ১৭১ কাউন্সিলর। সরকারিভাবে ফলাফল ঘোষণা কাল বৃহস্পতিবার। ২৫ পরিচালক পদের মধ্যে এর মধ্যেই ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই জন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায়। ফলে ১৬টি পরিচালক পদের জন্য চলছে ভোট যুদ্ধ। যেখানে প্রার্থী ২৩ জন। সভাপতি পদে নাজমুল হাসান পাপনের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেল ভিত্তিক নির্বাচন হচ্ছে না।





















