বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে নাজমুল একাদশ

- আপডেট সময় : ০১:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে নাজমুল একাদশ। মাহমুদউল্লাহ একাদশকে হারিয়েছে ১৩১ রানের বড় ব্যবধানে। নাজমুলদের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ’র দল।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার- সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাটে এদিনও শুরুটা ভালো হয়নি তাদের। ১৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে সৌম্যর বিদায়ে। রুবেলের শিকার হয়ে ফেরেন মাত্র ৮ রান করে। এরপর অধিনায়ক নাজমুলকেও ফেরান রুবেল। ১৯ রান করা পারভেজ হোসেনের উইকেট তুলে নেন সুমন খান। চতুর্থ উইকেটে ১৪৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। তাদের প্রতিরোধ ভাঙ্গে ম্যাচ-সেরা আফিফ, ৯৮ রানে রান-আউটে কাটা পড়লে। আফিফের পরপরই মুশফিক ফিরেছেন ব্যক্তিগত ৫২ রানে। শেষদিকে, ইরফান শুক্কুরের ৩১ বলে ৪৮ রানের ক্যামিওতে ৮ উইকেটে ২৬৪ রানের পূঁজি পায় নাজমুল একাদশ। জবাবে নাসুম আহমেদ ও রাহী’র বোলিং তোপে ৩২ দশমিক ১ ওভারে অলআউট হয় মাহমুদউল্লাহ’র দল। তিনটি করে উইকেট নেন রাহী ও নাসুম আহমেদ।