বিষ্ফোরণের পেছনে রহস্য রয়েছে বলে শঙ্কা প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর

- আপডেট সময় : ০৮:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বিষ্ফোরণের পেছনে রহস্য রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। এদিকে, শেখ হাসিনা বার্ণ ইউনিটের সমন্বয়ক বলছেন, চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, এর দায় মালিকপক্ষকেই নিতে হবে। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সীতাকুন্ডে বিএম ডিপোর বিস্ফোরণে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৯ জন। মৃতের সংখ্যা এ পর্যন্ত ৪৩ জন। নিখোঁজ রয়েছেন আরো ৩ জন। ২শ’র বেশী দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।
সকালে ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আগুনে নিহত মোহাম্মদ শাকিল তরফদারের জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘটনায় কারো গাফেলতিতে কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না। ডিপোতে রাসায়নিক পদার্থ আছে এমন তথ্য অজানা থাকায় মৃতের সংখ্যা বেড়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক।
এ আগুনের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে দুপুরে গণমাধ্যমকে জানান বার্ণ ইউনিটের সমন্বয়ক।
এর আগে, দগ্ধদের হাসপাতালে দেখতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অগ্নিকাণ্ডের জন্য মালিকপক্ষকেই দায়ী করেন তিনি।
ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহবান জানান তিনি।