বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর চরম নির্যাতন চলছে : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে জাতীয় পার্টির আয়োজনে কূটনৈতিকদের সম্মানের ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাসহ জাতীয় পার্টির সিনিয়র নেতা কর্মীরা। ইফতারির আগে জিএম কাদের, বলেন,মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে। প্রতিটি সমাজে বৈষম্য চরম আকার ধারণ করেছে এখান থেকে উত্তরণে মুসলিম বিশ্বকেই এগিয়ে আসতে হবে।