বিশ্বের অন্য দেশগুলো থেকে দেশের করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে :স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বিশ্বের অন্য দেশগুলো থেকে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে, চলতি এপ্রিল মাসটা ক্রিটিকাল বলেও জানান তিনি।
দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধ প্রশাসন ভবনে মাঠ পর্যায়ের চিকিৎসকদের করোনা মোকাবিলায় ২৯৭টি জিপ গাড়ি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের সেবায় কাজ করার সুযোগ সব সময় হয় না। একারণে বর্তমান সময়টা কাজে নাগানোর আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী দেশের প্রতি উপজেলায় দিনে ১০ থেকে ২০টি করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার নির্দেশ দেন। তিনি বলেন, দেশে ল্যাবের সংখ্যা বাড়িয়ে ১৭/১৮টি করা হয়েছে। আরো ১০টি ল্যাব তৈরি করা হবে। সংক্রমন এড়াতে প্রধানমন্ত্রীর ঘোষিত লক ডাউন বাস্তনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান জাহিদ মালেক।