বিশ্বসেরার তর্কে আবারো মেসি ও রোনালদো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিশ্বসেরার তর্কে আবারো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ স্টার ক্রিস্তিয়ানো রোনালদো। যেখানে বার্সেলোনা সুপারস্টারকে বেছে নিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান জার্গেন ক্লপ।
লিভারপুল কোচ ক্লপ জানিয়েছেন মেসি-রোনালদো দুজনই ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। দক্ষতা আর যোগ্যতার মানদণ্ডে দুজনই খুব কাছাকাছি। তবে, সেরা তারকা বাছাইয়ে একজনকে বেছে নিয়েছেন ক্লপ। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ,সেরার জায়গায় রেখেছেন বার্সা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। গেলো এক যুগের ফুটবলে দাপট দেখাচ্ছেন রোনালদো ও মেসি। সবশেষ ১২ ব্যালন ডি অ’রের ১১টা ভাগাভাগি করে নিয়েছেন এই দুই ফুটবলার। মেসির ৬টির বিপরীতে সি আর সেভেন অর্জন ৫ ব্যালন ডি অর।