বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ ফুটবল দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশ ছাড়ে বাংলাদেশের ২৭ সদস্যের দল।
করোনা আক্রান্ত কোচ জেমি ডে’র পরিবর্তে কাতারের বিপক্ষে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তবে, ম্যাচের আগে সুস্থ হলে ডাগআউটে দেখা যাবে জেমি ডে’কে। এদিকে, দলের সাথে থাকার কথা থাকলেও ফুটবলার মঞ্জুরুল রহমান করোনা পজেটিভ হওয়ায় তাকে দলের সাথে নেয়া হয়নি। তিন দিন পর আবারো তার কোভিড টেস্ট করানো হবে। টেস্ট এর রিপোর্টের ভিত্তিতে তার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিবে বাফুফে। আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।