বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কাতারের কাছে ৫ গোলে ধরাশায়ী লাল-সবুজ প্রতিনিধিরা।
ঘরের মাঠ আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অপেক্ষার প্রহরটা খুব বেশি লম্বা হয়নি কাতারের। মিনিট দশেক না পেরোতেই লিড স্বাগতিকদের। বিরতির আগেই ব্যবধান দ্বিগুন করে কাতার, ৩৩ মিনিটে আফিফের গোলে। দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর কাতার, দিয়েছে ৩ গোল। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ২০২২ বিশ্বকাপ আয়োজকদের আবারো এগিয়ে নেন আলমোয়াজ। খানিক বাদেই হালি পূর্ন করেন এই ফরোয়ার্ড। ইনজুরি টাইমে নিজের জোড়া পূর্ণ করেন আফিফও। তাতেই ৫-০ গোলের জয় পায় কাতার। এর জয়ে ১৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে কাতার। বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট।



















