বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতানের ২৭তম মত্যুবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতানের ২৭তম মত্যুবার্ষিকী পালিত হয়েছে। নড়াইলে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি
দিনটি পালন উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এসএম সুলতান কমপ্লেক্স ও শিশু স্বর্গে কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, মূর্ছনা সংগীত নিকেতনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিরিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। চিত্রকর্মের স্বীকৃতি হিসেবে একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।