বিরোধের জেরে প্রাণ গেলো ঝালকাঠীর রুম্মান মুন্সির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৮৯৯ বার পড়া হয়েছে
স্থানীয় ছাত্রদল নেতাদের সঙ্গে বিরোধের জেরে প্রাণ গেলো ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় রুম্মান মুন্সির।
নিহত রুম্মান দপদপিয়া সেতুর টোলপ্লাজায় কর্মরত ছিলো। নিহতের চাচাতো ভাই মুন্না বিশ্বাস অভিযোগ করেছেন, জমি বিক্রির কমিশন নিয়ে তার সাথে স্থানীয় যুবদল নেতা আল-আমিন, জিহাদ, আলমগীর, রানা ও মনিরসহ অন্যদের বিরোধ চলে আসছিল। সন্ধ্যার পর আকস্মিকভাবে আল-আমিনের সহযোগীরা রুম্মানের উপর হামলা চালায়। রুম্মানের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে পালিয়ে যায়। দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল মৃধা জানান, সড়কে পড়ে থাকা রুম্মানকে স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নলছিটি থানার পরিদর্শক আব্দুল হালিম জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।















