বিরোধীমত দমন-পীড়ন এখন বিশ্বব্যাপী স্বীকৃত : অভিযোগ বিএনপি’র

- আপডেট সময় : ০৮:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মানবাধিকার লঙ্ঘনকারী র্যাব ও পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে সরকারের অবস্থান পরিস্কার করার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে করে সরকারের মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায়, ২০ দলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের নেতারা, গণধিকৃত সরকারের পক্ষ ত্যাগ করে জনগনের পাশে থাকতে প্রশাসনের প্রতি আহবান জানান।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার শুরুতে প্রাধন্য পায় রেব ও পুলিশ প্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি।
এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। প্রশাসনের কর্মকর্তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা জনগনের সঙ্গে থাকবে নাকি গনশত্রুতে পরিণত হবে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পথের কাটা দুর করতেই প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র চলছে।
তিনি আরো বলেন, রেব ও পুলিশ প্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
সভায় বিএনপি নেতারা দাবি করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো এবং ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞায় প্রমাণ করে সরকারের আন্তর্জাতিক সমর্থন নেই।