বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নির্বাচিত হলে চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নেয়া সব উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবহিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রামে ফিরলে এই সংবর্ধনার আয়োজন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের মেয়র পদটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান নগর আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রায় সব সিনিয়র নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।