বিভিন্ন স্থানে অসহায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

- আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে দেশের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন।
করোনার প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার পৌঁছে দিলেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। দুপুরে নগরীর উপকণ্ঠে বালিয়া শান্তির মোড় ও হড়গ্রাম গুচ্ছগ্রামে গিয়ে তিনি খাদ্য সহায়তা দেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির উদ্যোগে ৮নং ওয়ার্ডের দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ পৌছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা এ্যাডভোকেট ফজলে হালিম লিটন।
যশোরের বেনাপোলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে ২ হাজার ৭৫০ পরিবারের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। উপজেলার ৬টি ইউনিয়নের হত দরিদ্র ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি এ ত্রাণ পৌছে দেয়া হচ্ছে ।
গাইবান্ধা ট্রাফিক বিভাগের আয়োজনে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক সমিতি অফিসে ৫ শতাধিক পরিবহন চালকের মাঝে এ খাবার বিতরণ করেন জেলা শ্রমিক ইউনিয়ন।
গোপালগঞ্জে ঘরবন্দী দেড় হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতি গোপালগঞ্জ শাখা এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান ও গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।
ময়মনসিংহে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশের উদ্যোগে ৬শ’ কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের এসব মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, ওষুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও হতদরিদ্র ৬ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের ত্রিমোহনী এলাকায় ভিউ স্কুল মাঠে এসব ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমানউদ্দিন মঞ্জু।
মানিকগঞ্জের সাটুরিয়ার হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন চাঁন শাহ সকালে ধানকোড়া ও দিঘুলিয়া ইউনিয়নে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দুটি ইউনিয়নে ৩ শতাধিক দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল ও সাবান বিতরণ করেন তিনি।
সামাজিক দূরত্ব বজায় রেখে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। সকাল ১১টার দিকে সদর উপজেলার যাদবপুর, রাধাকান্তপুর, শুভরাজপুর, কুতুবপুরসহ উপজেলার ৪ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
নোয়াখালীতে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে অব্যাহত রয়েছে খাদ্য সামগ্রী বিতরণ। সকালে কাদির হানিফ ইউনিয়নের মহিলা কলেজ এলাকায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অসহায় গরীব নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নোয়াখালী শহরের ব্যবসায়ী লুৎফুর হায়দার লিলিন।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে কর্মহীন বিভিন্ন দুস্থ ব্যবসায়ী ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবন মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যকমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ এরফান আলী।
ঝিনাইদহে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার ডাকবাংলা বাজারে ৮৫০ জন চাতাল শ্রমিকের মাঝে জেলা চালকল মালিক সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।