বিভিন্ন মামলায় জামিনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট ।
সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। জামিনের ঐ আদেশসমূহের কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি নিয়ন্ত্রণে বারবার বিভিন্ন মেয়াদে আসামিদের জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করে আসছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।