বিভিন্ন পর্যায়ে আলাচনা ও বৈঠকের পরও সীমান্ত হত্যা ঘটছে : পররাষ্ট্র মন্ত্রী

- আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন পর্যায়ে আলাচনা ও বৈঠকের পরও সীমান্ত হত্যা ঘটছে। এটি বাংলাদেশের জন্য দু:খজনক ও ভারতে জন্য লজ্জাজনক। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সুরক্ষা নিয়ে ইতিমধ্যে জাতিসংঘে রেজুলেশন পাশ হয়েছে। এতে রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারের উপর চাপ পড়বে বলে আশা করেন মন্ত্রী। তিনি জানান, ভাষানচরে সাড়ে ১৮ হাজার রোহিঙ্গাদের সড়িয়ে নেয়া হয়েছে। এ মাসের মধ্যে আরো নেয়া হবে।
তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলাচনা ও বৈঠক হয়েছে। এত কিছুর হবার পরও সীমান্তে দুঘর্টনা ঘটছে। এটি কবাংলাদেশের জন্য দু:খজনক ও ভারতে জন্য লজ্জাজনক। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী ররীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।