বিভিন্ন দাবিতে ৫ জেলায় মানববন্ধন কর্মসূচি

- আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় মানববন্ধন হয়েছে।
পর্যটকদের জন্য সুন্দরবন বন্ধ রাখায় গত সাত মাসে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এমন তথ্য দিয়েছেন সুন্দরবন ট্যুর এসোসিয়েশনের সদস্যরা। পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও খুলনার বয়রার বন ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে আদমশুমারিতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহ ও অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
পাবনার চাটমোহরে বাউলদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে জেলা প্রেসক্লাবের সামনে। সকালের এই কর্মসূচির আয়োজক পাবনা কুলনাশা বাউল সঙ্গ।
টাঙ্গাইলে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগ। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
কুষ্টিয়ার মিরপুরে নিহত গৃহবধু মিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে মিমের স্বজন ও এলাকাবাসী।