বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জ, বরগুনা, রংপুর ও কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জ, বরগুনা, রংপুর ও কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বরে অধিগ্রহণ করা জমির নায্য মুল্য ও ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন করেছে জমির মালিক এবং ব্যবসায়ীরা।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে জমি জবরদখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন এক বৃদ্ধ। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জায়নামাজ বিছিয়ে অনশনে বসেন তিনি।
রংপুরে পুনরায় ভোট গণনার দাবিতে নিবার্চন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নবাসী। পরে, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে তারা।
গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া সিবি’এর সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে কোন কারণ ছাড়াই বরিশালে বদলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারিরা।










