বিভিন্ন দাবিতে সাতক্ষীরা, নেত্রকোনা ও জামালপুরে মানবন্ধন

- আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে সাতক্ষীরা, নেত্রকোনা ও জামালপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে বেলা ১১টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, ২০০২ সালের ৩০ আগষ্টে সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় আসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেখে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বেলা ১১ টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনের শেখ হাসিনার গাড়ী বহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা।
চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন চট্টগ্রামের বাঁশখালিতে এমপি মোস্তাফিজুর রহমানের লোকজন মুক্তিযোদ্ধা সন্তানদের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ইউনিট কমান্ডের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাক্তির দাবিতে দেওয়ানগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবন্ধনে বক্তারা জড়িতদের শাস্তির দাবী জানান।