বিভিন্ন দাবিতে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৮:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী ও সম পদগুলোতে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়নসহ ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, একই পদে সচিবালয়ে কর্মরতদের পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করে ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হচ্ছে। কিন্তু সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদাধিকারীরা দীর্ঘদিন ধরে এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই সচিবালয়ে কর্মরতদের মতো বাইরে থাকা উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী’ পদ পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করার দাবি জানান তারা। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে কর্মবিরতি, স্ব-স্ব দপ্তরে অবস্থানসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন সংগঠনের নেতারা।