বিভিন্ন দাবিতে কুড়িগ্রাম, কুষ্টিয়া ও মাদারিপুরে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকের উপর হামলা ও হত্যা চেষ্টাকারীর বিচারসহ বেশ কিছু দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকের উপর হামলা ও হত্যা চেষ্টাকারী ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান রোজেনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান ও সাংবাদিক রাজু মোস্তাফিজসহ অন্যরা।
বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চিনিকল চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আখ চাষী কল্যাণ সমিতি ও রেনউইক যজ্ঞেশ্বর শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সকালে কুষ্টিয়া সুগার মিলের মূল ফটকের সামনে প্লেট হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় বন্ধ করে দেওয়া কুষ্টিয়া সুগার মিলসহ রাষ্ট্রয়ত্ত কয়টি চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে শ্রমিক কর্মচারীদের বেতন বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।
এদিকে, মাদারীপুরের ডাসার থানাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডাসার উপজেলা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।