বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি মেয়র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
সকালে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এ ওয়ার্ডের ধোপাখলা মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, ক্যাডেট কলেজের পশ্চিম ও উত্তর পাশে ধোপাখলা এলাকায় এবং উপজেলা পরিষদ থেকে আর.কে মিশন কালভার্ট পর্যন্ত ৯শ’ মিটার আরসিসি ড্রেন নির্মাণের উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডকে শতভাগ উন্নয়নের আওতায় আনার ঘোষণা দেন মেয়র। এসময় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া হোসেন উপস্থিত ছিলেন।