তৃতীয় দফার অবরোধে ফাঁকা বাস টার্মিনাল, বিপাকে দূরপাল্লার যাত্রীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধ চলছে সারা দেশে। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
অবরোধের প্রথম দিনের শুরুতেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে পিকেটিং ও সড়ক অবরোধ হয়। সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন রিজভী।
এদিকে..দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে ফাঁকা দেখা গেছে গাবতলী বাস টার্মিনাল। গুরুত্বপূর্ণ এ টার্মিনালে মানুষের তেমন একটা আনাগোনা নেই। নেই লোকজনের চলাচল। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস, অধিকাংশ কাউন্টারও বন্ধ। যাত্রী যদিও দু-একজন আসছেন, কিন্তু বাস না ছাড়ায় তারাও পড়েছেন বিপাকে।