বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ত্রিমাত্রিক ফাউন্ডেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
মাগুরায় সেচ্ছাসেবী ত্রিমাত্রিক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পক্ষ থেকে করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।
দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী লাইব্রেরী চত্বরে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।এখন থেকে মাগুরার করোনা রোগীদের একটি হট লাইন নম্বরের মাধ্যমে বাড়িতে গিয়ে অক্সিজেন সহায়তা দেয়া হবে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ২০ জন অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। মুরসালিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যরা।





















