বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতা মন্ত্রী ও এমপিরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতা মন্ত্রী ও এমপিরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সময় এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করা হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে দলের এই সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দিয়েছেন। তিনি একই সঙ্গে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দেয়া মন্ত্রী ও এমপিদের নামের তালিকা তৈরি করতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর বিদ্রোহী প্রার্থীদের উস্কানিদাতা নেতাদের তালিকা তৈরির কাজ শুরু হবে। আটজন সাংগঠনিক সম্পাদক এই তালিকা প্রস্তুত করবেন।