বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮৫৩ কোটি ও জ্বালানি খাতে ৩ হাজার ১৩৮ কোটি টাকা বাজেট প্রস্তাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরে বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮’শ তিপ্পান্ন কোটি ও জ্বালানি খাতে তিন হাজার ১’শ আটত্রিশ কোটি টাকা বাজেট প্রস্তাব করেছেন মন্ত্রনালয়। দুপুরে সচিবালয়ে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ।
সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, করোনার সাধারণ ছুটির সময়, ধার্য করা বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। কিন্তু এ নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়তি বিলের বিষয়টি সমন্বয় করা হবে। নসরুল হামিদ বিপু জানান, করোনার কারণে মেগা প্রকল্প বাস্তবায়নে কিছুটা বিঘ্ন ঘটেছে। কিন্তু মুজিববর্ষের ভেতরেই দেশের প্রতিটি অঞ্চল শতভাগ বিদ্যুতায়নে সরকারের অঙ্গীকার যে কোন মূল্যে বাস্তবায়ন করা হবে।