বিদ্যুৎ ও পানির সামান্য দাম বৃদ্ধিতে জনগণের কোনো ভোগান্তি হবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০২:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও পানির সামান্য দাম বৃদ্ধিতে জনগণের কোনো ভোগান্তি হবে না বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মুজিব বর্ষে দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের আরো বলেন, সারাদেশে অপকর্মে যুক্ত আরো অনেকেই গ্রেফতারের আওতায় আসবে।
ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এসময় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার ইন্ধনদাতাদের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, অপকর্মকারিদের কেউ ছাড় পাবে না। দুর্নীতি বিরোধী অভিযান চলমান থাকারও ঘোষণা দেন তিনি।
বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, মুজিব বর্ষে সারাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। আর এটি বাস্তবায়নে সামান্য দাম বাড়ানো হয়েছে। পানির দাম বৃদ্ধির যুক্তিও তুলে ধরেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে বিএনপি আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর দিল্লীতে সহিংসতা নিরসনে ভারত দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।