বিদ্যুত পাওয়ার আনন্দে ঈশানবালা ও মধ্যচরের মানুষের মধ্যে বইছে খুশির জোয়ার

- আপডেট সময় : ০২:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিদ্যুত পাওয়ার আনন্দে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দূর্গম ঈশানবালা ও মধ্যচরের মানুষের মধ্যে বইছে খুশির জোয়ার। অন্তত সাত হাজার পরিবার এই সুবিধা পাচ্ছে। সম্প্রতি পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগ যাচাইও করা হয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলে বৈদ্যুতিক লাইন সংযোগ স্থাপন করা হয়েছে।
শরীয়তপুর থেকে সাবমেরিনের মাধ্যমে চাঁদপুরের নীলকমল ইউনিয়নের মধ্যচরে বিদ্যুতায়নের কাজ চলছে।ইতিমধ্যে সাত হাজার ঘরে বিদ্যুতের মিটার স্থাপন করা হয়েছে। এছাড়াও, ট্রান্সফর্মারসহ যাবতীয় সরঞ্জামাদি স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুশির জোয়ারে ভাসছে এলাকার মানুষ।
মুজিব শতবর্ষ উপলক্ষে বিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান। পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, প্রায় ৯৯ভাগ কাজ শেষ হয়েছে। এ ব্যাপারে দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চরাঞ্চলে বিদ্যুতায়নের ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটবে বলে আশা করছে স্থানীয়রা।