বিদেশে অর্থ পাচারকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নাম জানতে চেয়ে রুল জারি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
 - / ১৬০১ বার পড়া হয়েছে
 
বিদেশে অর্থ পাচারকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নাম জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে এ তালিকা আদালতে জমা দিতে বলা হয়েছে।
সকালে বিচারপতি নাজমুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। বিদেশে অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, ঢাকার ডিসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশে আদালত বলে, যারা মানিলন্ডারিং করছে তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সাথে বেইমানি করছে। অর্থপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট।
																			
																		














