বিদেশীদের কাছে নালিশ জানিয়ে বাংলাদেশকে ছোট করছে বিএনপি: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই। নির্বাচন এবং আন্দোলনে ফেল করে বিদেশীদের কাছে নালিশ জানিয়ে বাংলাদেশকে ছোট করছে বিএনপি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহার প্রতিবেদন। জানাচ্ছেন সাজিয়া আক্তার।
বুধবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের যোদ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আপস…
এসময় বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দলটিকে নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই। নির্বাচন এবং আন্দোলনে ফেল করে বিদেশীদের কাছে নালিশ করে বাংলাদেশকে ছোট করছে বিএনপি।
সট-০২ : ওবায়দুল কাদের, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
নির্বাচন এবং আন্দোলনে হেরে বিএনপি মহাসচিব হশাতায় আবলতাবোল বলছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সট-০২ : ওবায়দুল কাদের, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীরাই নেতা হবেন। কোন হাইব্রিড নেতা হতে পারবে না বলেও জানান ওবায়দুল কাদের।