বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা ১৮ ও তদুর্ধ নির্ধারণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা ১৮ ও তদুর্ধ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্যও একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে, দেশটিতে বসবাসকারীদের ক্ষেত্রে ১২ বছর ও তদুর্ধ করা হয়। হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করায় বিদেশি ওমরাহ পালনে ইচ্ছুক মুসলমানরা সংশয় মুক্ত হলেন।
সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। করোনাকালের পর প্রথম যখন ওমরাহ খুলে দেওয়া হয়েছে ছিল তখন পঞ্চাশ বছর নির্ধারণ ছিল, এরপরে ষাট। এখন সেই সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে। শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম এই বয়সসীমার ব্যাক্তিদের ওমরাহ পালনে কোন বাধা নেই । কোভিড-১৯ ভ্যকসিন দুই ডোজ নেওয়া থাকলে ওমরাহ ভিসার আবেদন করা যাবে।














