বিদেশি শক্তি ও নিজের বাহিনী দিয়ে টিকে আছে সরকার : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৭৯০ বার পড়া হয়েছে
বিদেশি শক্তি ও নিজের বাহিনী দিয়ে বর্তমান সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন ক্ষমতায় থেকে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় আওয়ামী লীগ।
সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, বিএনপির সমাবেশে বাঁধা দিয়েও সফল হয়নি সরকার। এতে জনসমাগম আরও বেড়েছে। জনগণের প্রতি কোন দরদ নেই বর্তমান সরকারের। জনগণের মত প্রকাশের অধিকারও তারা হরণ করছে বলে অভিযোগ করেন তিনি। রাজপথে মানুষ ঐক্যবদ্ধ জানিয়ে রহুল কবির রিজভী বলেন, মামলা-হামলায়ও সরকারের শেষ রক্ষা হবে না। এসময় সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।























