বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের একাধিক রাজ্য

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এখনো বিক্ষোভে উত্তাল ভারতের একাধিক রাজ্য। রোববার থেকে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে আসমের ট্রেন যোগাযোগ।
এদিকে, এই আইনের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো দলীয়ভাবে মিছিল করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের মিছিলে বাংলায় এনআরসি ও সিএএ করতে দেয়া হবে না বলে জানান মমতা। একইসঙ্গে এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার পর বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আজ ভারতের সর্বোচ্চ আদালতে দিল্লির জামিয়া মিলিয়া ও উত্তর প্রদেশের আলীগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে আইনজীবীদের দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।