বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতে বিক্ষোভ অব্যাহত

- আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।
শনিবার বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যেয়ে উত্তরপ্রদেশের পুলিশের নিগ্রহের শিকার হয়েছেন কংগ্রেসে নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোট করে আন্দোলন করার জন্য বিরোধী নেতাদের সাথে বৈঠকে বসবেন তিনি। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি। এপর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ২৫ জন। আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে।