বিজয় উৎসবের উচ্ছ্বাসে মুখরিত হলো রাজধানী ঢাকার নানাপ্রান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
বিজয় উৎসবের উচ্ছ্বাসে মুখরিত হলো রাজধানী ঢাকার নানাপ্রান্ত। সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবকে ঘিরে, প্রতিটি উৎসব মঞ্চই জনসমুদ্রে পরিণত হয়। ‘বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার’ স্লোগানে সাজানো টানা চারদিন ১২৫টি সাংস্কৃতিক সংগঠনের আড়াই হাজার শিল্পী এই উৎসবে অংশ নেন।
পৌষের প্রথম সন্ধ্যায় স্বদেশের গানের সুরের স্নিগ্ধতা, ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনজুড়ে। রণাঙ্গনের যোদ্ধাদের আলোড়িত করা গানগুলো একে একে গেয়ে শোনান শিল্পীরা।
দলীয় আবৃত্তি পরিবেশন করেন রঙ্গপীঠ নাট্যদল, মৈত্রী থিয়েটার। সংস্কৃতি চর্চার মধ্যদিয়েই দেশাত্মবোধের চেতনা ছড়িয়ে পড়তে পারে সবার মাঝে-আশা আয়োজকদের।
শেষদিনে শহীদ মিনারে পথনাটক পরিবেশন করে রঙ্গপীঠ নাট্যদল, মৈত্রী থিয়েটার।



























