বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী দিপুমণি ।
বিকেলে রাজধানীর বাড্ডায় মাদানি এভিনিউ ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমার্বতন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে অধিকতর কার্যকর ভুমিকা পালন করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, চাহিদা অনুযায়ী দক্ষতা ও সাফল্যের জন্য শিক্ষার্থীদের গড়ে তোলার পরামর্শ দেয়ার পাশাপাশি সব শিক্ষারর্থীদের কল্যাণমুখী ও প্রয়োগিক গবেষণায় উৎসাহ দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান দিপুমণি।