বিজেএমসির নির্দেশনার প্রতিবাদে খুলনার ৯টি পাটকলে শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ব পাটকলের উৎপাদন বন্ধ রাখতে বিজেএমসির নির্দেশনার প্রতিবাদে খুলনার ৯টি পাটকলে শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। পাটকল শ্রমিকরা নিজ নিজ মিলে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। কাল দুপুর পর্যন্ত এই অবস্থান চলবে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবানে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে আজকের মধ্যে সরকারি সিদ্ধান্ত বাতিল না হলে ১ জুলাই থেকে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্ব স্ব মিলগেটে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন।