বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
উপমহাদেশের আইন ও বিচার জগতের খ্যাতিমান ব্যক্তি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ এবং দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানান তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।
সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধাচরণ করে প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেন সৈয়দ মাহবুব মোর্শেদ। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এই খ্যাতিমান ব্যক্তি যুক্তফ্রন্ট গঠন এবং ২১ দফা ইশতেহার প্রণয়নের ব্যাপারে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেন। যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন তার মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে তিনি ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।