বিচার বিভাগকে আরো গতিশীল করার আহ্বান প্রধান বিচারপতির
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
 - / ১৭১৬ বার পড়া হয়েছে
 
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোন একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্থ হয়, জনগন ক্ষতিগ্রস্থ হয়।
দুপুরে ফরিদপুর জেলা আইনজীবি সমিতিতে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় সবাইকে মিলে বিচার বিভাগকে আরো গতিশীল করার আহ্বান ও জানান তিনি। এরআগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান জেলা আইনজীবি সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারন সম্পাদক জাহিদ বেপারীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
																			
																		














