বিগত সরকারগুলোর অবহেলায় উত্তরবঙ্গের নদ-নদীগুলো মৃত হয়েছে : জামায়াতের আমির
- আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বিগত সরকারগুলোর অবহেলার কারণে উত্তরবঙ্গের নদ-নদীগুলো মৃত হয়েছে বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২ দিনব্যাপী উত্তরবঙ্গ সফরে রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান।
গাইবান্ধা পলাশবাড়ীর এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে ১০ দলীয় জোট। সকাল থেকে জনসমুদ্রে পরিণত হয় জনসভা।
১০ দলীয় জোট নেতারা বলেন, ২টি চ্যালেঞ্জ মধ্যে ফ্যাসিস্ট বিতাড়িত হলেও দুর্নীতিমুক্ত দেশ গঠনের আরেকটি চ্যালেঞ্জ রয়ে গেছে। এসময় ৫টি সংসদীয় আসনের প্রার্থীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, জামায়াত ৫৪ বছরের শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দেশ বিনির্মাণে ভোট চান তিনি।
বিগত সরকারগুলোর অবহেলার কারণে, উত্তরবঙ্গ তিলে তিলে হত্যা হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে এ বঙ্গকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে।
সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খোজ খবর নেন আমির।
এসময় আমির বলেন, দেশের জন্য শহীদ আবু সাঈদদের মতো বুক পেতে দিতে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা। দেশের এক ইঞ্চি পরিমাণ সম্মান কারও কাছে বন্ধক দেয়া হবে না।
এছাড়া, ইতিবাচক পরিবতন ও ইনসাফের বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।



















