বিএনপির সময়ে দেশে বন্দুকতন্ত্র ছিল বলেই তারা গণতন্ত্রের মানে বোঝে না :আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বিএনপির সময়ে দেশে বন্দুকতন্ত্র ছিল বলেই তারা গণতন্ত্রের মানে বোঝে না। এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছেন জনগণের টাকায়। কারো কাছ থেকে ভিক্ষা আনেননি, কিংবা ঋণও নেননি। উন্নয়নের রোলমডেল তিনিই তৈরি করেছেন। যে কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা হওয়ার পথে এগিয়ে যাচ্ছে দেশ।


















