বিএনপি’র সমাবেশে পুলিশের গুলিতে দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৮২৫ বার পড়া হয়েছে
লোডশেডিং ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভোলায় বিএনপি’র সমাবেশে পুলিশের গুলিতে দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
সকালে শহরের আদালত পাড়া থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে আসলে পুলিশের বাঁধার মুখে শেষ হয়। জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনায় দেশকে অন্ধকার ও মানুষকে অতিষ্ঠ করে ফেলছে। মানুষ এ থেকে মুক্তি চায়। সরকারের অপকর্মের প্রতিবাদ করলে জনসম্মুখে গুলি করে।